এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদুল আজহা 2025 উদযাপন উপলক্ষে 05 মে 2025 খ্রি. হতে 07 মে 2025 খ্রি. পর্যন্ত মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে ।
বিঃদ্রঃ জাহাজঘাটা, গোবিন্দভিটা, গোকুল মেধ মন্দির প্রত্নস্থল যথারীতি সকাল 10.00 টা হতে বিকাল 6.00 টা পর্যন্ত দর্শনার্থীদের পরিদর্শনের জন্য খোলা থাকবে । (উল্লেখ্য, ঈদের দিন জাদুঘর, জাহাজঘাটা, গোবিন্দভিটা এবং গোকুল মেধ মন্দির প্রত্নস্থল দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ থাকিবে) ।
মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক, মন্ত্রণালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস